• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯
চাঁদপুরে এক ব্যাংকের গাড়ীচাপায় শিশু নিহত

প্রতিনিধির পাঠানো ছবি

জাতীয়

চাঁদপুরে এক ব্যাংকের গাড়ীচাপায় শিশু নিহত

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ নভেম্বর ২০২০

চাঁদপুর শহরের পুরাণ বাজার অগ্রণী ব্যাংকের টাকা পরিবহনের কাজে ব্যবহৃত গাড়ীর চাপায় নিরব (৫) নামে এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় স্থানীয় ব্যবাসয়ী ও জনতা ক্ষুদ্ধ হয়ে গাড়ী এবং ব্যাংকের পুরানবাজার শ্রীরামদী শাখার দ্বিতীয় তলায় চেম্বার অব কমার্স অফিসের দু’টি গ্লাস ভাংচুর করে। পুলিশ গিয়ে ঘটনা নিয়ন্ত্রণে আনে।

আজ রোববার বেলা ১১টার দিকে পুরানবাজার নতুন রাস্তার মধ্যবর্তী স্থানে এই র্দূঘটনা ঘটে। নিহত নিরব ওই এলাকার মোম ফ্যাক্টরির বাসিন্দা মেছু উদ্দিন মাঝির ছেলে।

নিহত শিশুর মা নাজু বেগম জানান, প্রতিদিনই এই গাড়ীটি ব্যাংকের টাকা নিয়ে সড়ক দিয়ে যায়। আজকে খুব দ্রুত গতীতে যাওয়ার সময় আমার সন্তান গাড়ীর নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, শিশু গাড়ী চাপার খবর শুনে স্থানীয় জনতা ও ব্যবসায়ীরা একত্রিত হয়ে ব্যাংকের গাড়ি ভাংচুর করে এবং চালক খুঁজতে গিয়ে অগ্রণী ব্যাংক শ্রীরামদী শাখার ভবন অর্থাৎ চাঁদপুর চেম্বর অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রি ভবনের দ্বিতীয় তলার দু’টি গ্লাস ভাংচুর করে। একই সময় বিক্ষুব্ধ জনতা প্রায় ১ঘন্টা ওই সড়কটি অবরোধ করে রাখেন।

স্থানীয়রা আরো জানান, বিক্ষুব্ধ জনতা এ সময় চালক মনির হোসেন ও ব্যাংকের শাখা ব্যবস্থাপক সুমন চন্দ্রকে শারিরীকভাবে লাঞ্ছিত করে। এক পর্যায়ে চালক মনির জনতার রোশানল থেকে বাঁচতে ব্যাংকের ভেতরে অবস্থান নেয়। সে বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন।

খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার, সদর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন ও পুরানবাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনতাকে আইনী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে শান্ত করেন।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) কাজী আব্দুর রহিম জানান, পুরো ঘটনাটি আমরা সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো। বর্তমানে এলাকা স্বাভাবিক রয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads