• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
সোহরাওয়ার্দীর সাথে পরিচয়

সংগৃহীত ছবি

জাতীয়

সোহরাওয়ার্দীর সাথে পরিচয়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৬ জানুয়ারি ২০২১

হোসেন সোহরাওয়ার্দী সাহেব মিশন স্কুল পরিদর্শন শেষে হাঁটতে হাঁটতে লঞ্চের দিকে চললেন। তার সাথে চললেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ সময় সোহরাওয়ার্দী সাহেব ভাঙ্গা ভাঙ্গা বাংলায় তাকে অনেক কিছু জিজ্ঞাসা করছিলেন। তিনি বঙ্গবন্ধুর নাম ও পরিচয় জানতে চাইলেন। এসময় একজন সরকারি কর্মচারী বঙ্গবন্ধুর বংশের কথা বলে তাকে পরিচয় করিয়ে দেন। সোহরাওয়ার্দী সাহেব বঙ্গবন্ধুকে খুব কাছে ডেকে নিয়ে আদর করেন। বললেন, তোমাদের এখানে মুসলিম লীগ করা হয় নাই। বঙ্গবন্ধু বললেন, কোনো প্রতিষ্ঠান নাই। মুসলিম ছাত্রলীগও নাই। সোহরাওয়ার্দী সাহেব আর কিছু না বলে একটা নোটবুক বের করে বঙ্গবন্ধুর নাম-ঠিকানা লিখে নেন।

কিছুদিন পরে বঙ্গবন্ধু একটি চিঠি পেলেন। চিঠিতে সোহরাওয়ার্দী সাহেব ধন্যবাদ জানিয়েছেন। আর কলকাতায় গেলে তার সাথে দেখা করতে বলেছেন। এই চিঠির উত্তরও দেন বঙ্গবন্ধু, এভাবে তিনি মাঝে মধ্যে চিঠি দিতেন। এ সময় গোপালগঞ্জে হিন্দু-মুসলমানদের মধ্যে একটু রেষারেষি চলছিল। গোপালগঞ্জ শহরের আশপাশে হিন্দুগ্রাম থাকায় দু একজন মুসলমানের ওপর অত্যাচারও হয়। আবদুল খালেক নামে বঙ্গবন্ধুর এক সহপাঠি ছিল। সে খন্দকার শামসুদ্দীন সাহেবের আত্মীয়, একদিন সন্ধ্যায় বঙ্গবন্ধু ফুটবল খেলে বাসায় ফেরার পর খন্দকার সাহেব ডেকে বললেন, মালেককে  হিন্দু মহাসভার সভাপতি সুরেন ব্যানার্জির বাড়িতে ধরে নিয়ে মারপিট করছে। তোমার সাথে ওদের বন্ধুত্ব আছে বলে তাকে ছাড়িয়ে নিয়ে আসো। বঙ্গবন্ধু দেরি না করেই কয়েকজন ছাত্রকে সাথে নিয়ে সেখানে যান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads