• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯

জাতীয়

এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী

হালনাগাদ তথ্য ছাড়া বেতন পাবেন না

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ জানুয়ারি ২০২১

হালনাগাদ তথ্য ছাড়া এমপিওভুক্ত  (মান্থলি পেমেন্ট অর্ডার) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীরা বেতন পাবেন না। গত বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। গতকাল শুক্রবার ওই আদেশ মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে সরাসরি বেতন-ভাতা পৌঁছে দেবে সরকার। এ জন্য তাদেরকে ৯টি তথ্য দিতে হবে। তাদের বেতন-ভাতা জিটুপি (গভর্মেন্ট টু পারসন) পদ্ধতিতে ইএফটির (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) মাধ্যমে পাঠানো হবে।

আদেশে বলা হয়, এসব শিক্ষক-কর্মচারীর  টাকাপ্রাপ্তি সহজ করার লক্ষ্যে অর্থ বিভাগের সচিবের সভাপতিত্বে গত বছর ২ সেপ্টেম্বর সভা হয়। ওই সভায় শিক্ষক-কর্মচারীর এমপিওর অর্থ দেয়ার জন্য তাদের ব্যবহূত ব্যাংক অ‌্যাকাউন্টে জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে পাঠানোর সিদ্ধান্ত হয়।

ইতোমধ্যে অনলাইনে এমপিও সিস্টেমে প্রয়োজনীয় আপগ্রেডেশনের উদ্যোগ নেয়া হয়েছে। এমপিওর অর্থ ইএফটির মাধ্যমে পাঠাতে সঠিক তথ্য প্রয়োজন।

আদেশে যেসব তথ্য চাওয়া হয়েছে-১. শিক্ষক-কর্মচারীর জাতীয় পরিচয়পত্রের নম্বর। ২. এসএসসি ও সমমানের সনদ অনুযায়ী শিক্ষক-কর্মচারীর নাম (এসএসসি ও সমমানের সনদ অনুযায়ী এমপিওশিট, জাতীয় পরিচয়পত্রের নাম একই রকম হতে হবে)। ৩. যাদের এসএসসি ও সমমানের সনদ নেই, তাদের সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ (এমপিওশিট ও জাতীয় পরিচয়পত্রের নাম একই রকম থাকতে হবে)। ৪. ব্যাংক হিসাবের নাম শিক্ষক-কর্মচারীর নিজ নামে থাকতে হবে। ৫. ব্যাংকের নাম, শাখার নাম ও রাউটিং নম্বর। ৬. শিক্ষক-কর্মচারীর ব্যাংক হিসাব নম্বর (অনলাইন ব্যাংক হিসাব নম্বর ১৩ থেকে ১৭ ডিজিট)। ৭. শিক্ষক-কর্মচারীর জন্ম তারিখ। ৮. শিক্ষক-কর্মচারীর বেতন কোড ও বেতন কোডের ধাপ। ৯. শিক্ষক-কর্মচারীর মোবাইল নম্বর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads