• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯

জাতীয়

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১০ জানুয়ারি ২০২১

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠন।  

আজ (রোববার) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা জানান। প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এর পর দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। 

এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,  জনগণকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা হবে । স্বাধীনতার ৫০ বছর পরও এখনো বিজয়ের শত্রুরা তৎপর, এখনো তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের এ ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।

পরে বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করছে আওয়ামী লীগ।

পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বাহাত্তরের দশই জানুয়ারি স্বপ্নের স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই আজ তাঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

১৬ই ডিসেম্বর যুদ্ধ জয়ের পর সদ্য স্বাধীন দেশের মানুষের আগ্রহের কেন্দ্র ছিলো কখন ফিরছেন বঙ্গবন্ধু? কোটি বাঙ্গালির উদ্বেগ-উৎকন্ঠার অবসান ঘটিয়ে অবশেষে বিজয়ের ২৫ দিনের মাথায় স্বদেশে ফিরলেন বাঙালি জাতির পিতা।

২৫শে মার্চ মধ্যরাত থেকে ১৬ই ডিসেম্বর পড়ন্ত বিকেল বাঙালির মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন ভূখণ্ড, নিজস্ব মানচিত্র আর গর্বের পতাকা অর্জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads