• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
করোনার টিকা দেওয়া শুরু ২৭ জানুয়ারি, প্রথম পাবেন কুর্মিটোলার নার্স

সংগৃহীত ছবি

জাতীয়

করোনার টিকা দেওয়া শুরু ২৭ জানুয়ারি, প্রথম পাবেন কুর্মিটোলার নার্স

  • প্রকাশিত ২৩ জানুয়ারি ২০২১

করোনাভাইরাস মহামারি রোধে দেশে টিকাদান কর্মসূচি শুরু হবে আগামী ২৭ জানুয়ারি। আর দেশে প্রথম ব্যক্তি হিসেবে ভ্যাকসিন পাবেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্স।

আজ শনিবার কিডনি ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য সচিব আবদুল মান্নান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে টিকা দেয়ার মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি যুক্ত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানান সচিব।

গত বৃহস্পতিবার ভারতের উপহার হিসেবে সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকার ২০ লাখ ডোজ বাংলাদেশে এসে পৌঁছে।

উপহারের এ টিকাগুলো নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে টিকাগুলো হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

এদিকে, ভারত থেকে ক্রয় করা টিকার মধ্যে ৫০ লাখ ডোজ চলতি মাসে আসবে বলে আশা করা হচ্ছে। চুক্তি অনুসারে আগামী ছয় মাসের মধ্যে প্রায় তিন কোটি ডোজ টিকা আসার কথা রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads