• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯

জাতীয়

ফেব্রুয়ারিতে কিছু রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩১ জানুয়ারি ২০২১

কিছু রোহিঙ্গা মিয়ানমার ফেরত নেবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে ডিজি লেভেলের বৈঠক হবে। তখন কিছু রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার। 

আজ রোবববার (৩১ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, মিয়ানমারের সঙ্গে সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। আমাদের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে তারা বলেছে, তারা কিছু রোহিঙ্গা ফেরত নেবে। আমরা তাদের ইতোমধ্যেই ৮ লাখেরও বেশি একটা তালিকা দিয়েছি। তারা মাত্র ৪২ হাজার ভেরিফাই করেছে। বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আমরা চাই প্রত্যাবাসন প্রক্রিয়া যতো তাড়াতাড়ি সম্ভব শুরু হোক।

২০১৯ সালে রোহিঙ্গা প্রত্যাবাসনে দু'দফা উদ্যোগ নেয়া হলেও নিরাপত্তার অজুহাতে নিজ দেশে ফিরতে রাজি হয়নি রোহিঙ্গারা।

গত ১৯ জানুয়ারি রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের নেতৃত্বে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ত্রিপক্ষীয় বৈঠক শেষে আগামী এপ্রিলে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান। বৈঠকে সভাপতিত্ব করেন চীনের ভাইস ফরেন মিনিস্টার লুও ঝাওহুয়ি। বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং মিয়ানমারের আন্তর্জাতিক সহায়তা বিষয়ক ডেপুটি মিনিস্টার হাও দো সুয়ান অংশ নিয়েছিলেন। 

প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন ও নিপীড়নের মুখে বাংলাদেশ পালিয়ে আসে প্রায় ৭ লক্ষাধিক রোহিঙ্গা। এছাড়া আরো আগে থেকে বাংলাদেশের আশ্রয়ে ছিলো ৪ লাখের বেশি রোহিঙ্গা। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকার বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও কোন ধরনের সমাধানে আসতে পারেনি দুই দেশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads