• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪২৯

জাতীয়

আলজাজিরার প্রতিবেদন সরিয়ে নেবে ফেসবুক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২১ ফেব্রুয়ারি ২০২১

বাংলাদেশকে নিয়ে আলজাজিরার প্রচারিত প্রতিবেদন ‘অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন’ নিজেদের প্ল্যাটফরম থেকে সরিয়ে নিতে রাজি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। তাদের এ সিদ্ধান্তের কথা বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

গতকাল শনিবার সন্ধ্যায় টেলিফোনে সংবাদমাধ্যমকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার কথা হয়েছে। ফেসবুকের বাংলাদেশ-বিষয়ক কর্মকর্তা সাবহানাজ রশীদ দিয়ার সঙ্গেও কথা হয়েছে। ফেসবুক অফিশিয়ালি জানিয়েছে, তারা খুব দ্রুতই আলজাজিরার প্রতিবেদনটি সরিয়ে নেবে।

তিনি বলেন, প্রতিবেদনটি সরিয়ে নিতে আদালতের রায়ের কপি চেয়েছিল ফেসবুক কর্তৃপক্ষ। আমরা তাদের সেই শর্ত পূরণ করেছি। আশা করছি, তারা তাদের কথা রাখবে। বিতর্কিত প্রতিবেদনটি সরানোর ব্যাপারে ইউটিউব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী।

কাতারভিত্তিক আলজাজিরার প্রতিবেদন টেলিভিশন চ্যানেল আলজাজিরায় বাংলাদেশকে নিয়ে করা প্রতিবেদন ফেসবুক ও ইউটিউব থেকে সরাতে গত ১৭ ফেব্রুয়ারি এক রিটের শুনানি হয় হাইকোর্টে। শুনানি শেষে এই প্রতিবেদন সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে গত ১ ফেব্রুয়ারি আলজাজিরায় প্রতিবেদন প্রকাশিত হয়। এ ঘটনায় ৮ ফেব্রুয়ারি রিট করেন ব্যারিস্টার এনামুল কবির ইমন। রিটে বাংলাদেশে আলজাজিরার সম্প্রচার বন্ধের নির্দেশনা এবং ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে আলজাজিরায় প্রচারিত বিদ্বেষপূর্ণ, মিথ্যা, মানহানিকর এবং বিভ্রান্তিকর ভিডিও ডকুমেন্টারি প্রতিবেদন ইউটিউব, টুইটার, ফেসবুক ও ইন্সটাগ্রাম থেকে সরানোর নির্দেশনা চাওয়া হয়।

রিট আবেদনে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশের আইজিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

পরে পর ১০ ফেব্রুয়ারি রিটের শুনানিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ওপর ক্ষোভ প্রকাশ করে আদালত বলেছিলেন, বিশ্বের কোটি কোটি মানুষ এরই মধ্যে আলজাজিরার প্রতিবেদনটি দেখেছেন। বিটিআরসি এত দিন কী করল, তারা বন্ধ করল না কেন। আপত্তিকর কিছু সম্প্রচার বন্ধের বিটিআরসির ক্ষমতা থাকা সত্ত্বেও কেন আদালতের কাঁধের ওপর বন্দুক রাখা হচ্ছে? এখন এগুলো বন্ধ করা আর না করা সমান।

এরপর দেশে কাতারভিত্তিক আলজাজিরা টেলিভিশন নেটওয়ার্কের সম্প্রচার বন্ধে ও ভিডিও সরাতে হাইকোর্ট কোনো আদেশ দিতে পারে কি না, সে বিষয়ে মতামত জানতে ছয়জন অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) নিয়োগ দেন হাইকোর্ট।

বাংলাদেশে আলজাজিরার সম্প্রচার বন্ধ এবং অনলাইন প্ল্যাটফরম থেকে ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ ডকুমেন্টারি সরাতে নির্দেশনা চেয়ে করা রিটের গ্রহণযোগ্যতা নিয়ে ভিন্নমত দিয়েছেন ছয় অ্যামিকাস কিউরির (আদালতের বন্ধু) মধ্যে পাঁচজন।

গত ১৫ ফেব্রুয়ারি শুনানিতে অংশ নিয়ে পাঁচ অ্যামিকাস কিউরি বলেন, আলজাজিরার সম্প্রচার বাংলাদেশে বন্ধ করা উচিত নয়। রিট আবেদনকারীর সংক্ষুব্ধ হওয়ার যৌক্তিকতা নেই। এদিকে রিটের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুললেও আবদুল মতিন খসরু ভিন্ন মত দেন। তিনি রিটের গ্রহণযোগ্যতার পক্ষে মতপ্রকাশ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads