• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
বসুরহাটে আ. লীগের দুপক্ষের সংঘর্ষে প্রাণহানির পর চলছে ধরপাকড়

সংগৃহীত ছবি

জাতীয়

বসুরহাটে আ. লীগের দুপক্ষের সংঘর্ষে প্রাণহানির পর চলছে ধরপাকড়

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১০ মার্চ ২০২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে মঙ্গলবার সন্ধ্যায় একজন নিহত হওয়ার পর ওই এলাকায় আজ ১৪৪ ধারা জারি করা হয়েছি। এই ঘটনায় ২৮ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি।

তিনি বলেন, বুধবার সারাদিন বসুরহাট এলাকায় ১৪৪ ধারা রয়েছে। সেখানে কাউকে সমাবেশ, জমায়েত করতে দেয়া হবে না। পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবারের ঘটনায় পুলিশের কাজে বাধা, জন সম্পত্তি ধ্বংসের অভিযোগে মামলা করার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

মঙ্গলবারের ওই সংঘর্ষে আলাউদ্দিন নামের একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। নিহতের স্বজনরা পরবর্তীতে একটি হত্যা মামলা করবেন বলে জানিয়েছেন ওসি জাহিদুল হক।

ঘটনাস্থল থেকে সাংবাদিক ইকবাল হোসেন জানাচ্ছেন, পুরো বসুরহাট এলাকায় থমথমে পরিস্থিতি রয়েছে। গুটিকয়েক খাবারের দোকান ছাড়া আর সব দোকানপাট বন্ধ রয়েছে। ১৪৪ ধারা থাকায় মানুষজনের চলাচলও অনেক সীমিত। তিনি বলছেন, স্থানীয় মানুষজন উভয় পক্ষের ওপরেই বিরক্তি আর ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, এতদিন ধরে বসুরহাটে উত্তেজনা চলছে, আওয়ামী লীগের কেন্দ্র থেকে যেমন এটি অবসানে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না, প্রশাসনের পক্ষ থেকেও জোরালো কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না।

ঘটনার শুরু হয় গত সোমবার, যখন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির খান পৌর মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে মারধর করার অভিযোগ তোলেন। তার প্রতিবাদে মঙ্গলবার বিকালে বসুরহাট পৌর এলাকার রূপালী চত্বরে সমাবেশ চলছিল।

সংবাদদাতারা জানাচ্ছেন, সন্ধ্যা ৬টার দিকে পৌর ভবন থেকে একদল লোক বেরিয়ে ওই সমাবেশের লোকজনকে ধাওয়া করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। রাত ১০টা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে গোলাগুলি, হাতবোমা বিস্ফোরণ, দোকানপাট ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত একজন নিহত আর অন্তত ৪০ জন আহত হয়েছে। তাদের কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এর আগেও কোম্পানীগঞ্জে দুই গ্রুপের মধ্যে কয়েকদফা সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads