• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
বিনামূল্যে চক্ষু চিকিৎসা পাবে প্রান্তিক জনগোষ্ঠী : প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

জাতীয়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা পাবে প্রান্তিক জনগোষ্ঠী : প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১১ মার্চ ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠী সহজেই যাতে স্বাস্থ্য সেবা পায়, সেলক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। তিনি বলেন, অনেক সময় প্রান্তিক জনগোষ্ঠী চোখের চিকিৎসা নিতে পারে না। সরকারের পদক্ষেপে চোখের চিকিৎসাসেবা পাবে প্রান্তিক জনগোষ্ঠী। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে, গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৭০টি উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কেন্দ্র কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। করোনার টিকা নেয়ার পরেও সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান প্রধানমন্ত্রী।

এসময় তিনি বলেন, চক্ষু চিকিৎসার অনেক খরচ। সাধারণ মানুষ এই খরচটা দিতে পারে না। কিন্তু তারা এদেশের নাগরিক, তারা চিকিৎসা পাবেন না? আমি তো শুধু প্রধানমন্ত্রী না, আমি তো জাতির পিতার কন্যা। সেই হিসেবে আমি মনে করি এটা আমার দায়িত্ব। এবং সেই দায়িত্বই আমরা পালন করার চেষ্টা করে যাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। এই কারণে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হয় না, টেলিমেডিসিনের মাধ্যমে মানুষ সহজে চিকিৎসাসেবা পাচ্ছেন।

কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ বিনামুল্যে চিকিৎসা সেবা পাচ্ছেন দীর্ঘদিন ধরে। এই ধারাবাহিকতায় এবার বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হলো দেশের ৭০টি উপজেলায়। ৭০টি কমিউনিটি ভিশন সেন্টার থেকে চোখ সুরক্ষায় বিভিন্ন সেবা পাবেন রোগীরা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, করোনা বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদেরও বিভিন্নভাবে ক্ষতি করেছে। করোনার হাত থেকে মানুষকে সুরক্ষা দিতে টিকা দেয়া হচ্ছে। এই কার্যক্রমে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার কথা বলেন তিনি।

মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে দেশের মানুষকে উন্নত জীবন দেয়া মুজিব বর্ষের লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads