• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯

জাতীয়

এমপির গাড়িচালকের সাথে মারামারির ঘটনায় মহাসড়ক অবরোধ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ মার্চ ২০২১

নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের গাড়িকে সাইড না দেয়ায় এক ট্রাক চালককে মারধরের ঘটনায় এবং সাংসদের গাড়ি চালকের বিচারের দাবিতে ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পরিবহণ শ্রমিকরা।
 
আজ শনিবার (১৩ মার্চ) সকাল থেকে যানচলাচল বন্ধ রয়েছে। ফলে রাস্তার দু’পাশে বাস-ট্রাক সহ শত শত যানবাহন আটকে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, শুক্রবার (১২ মার্চ) বিকালে নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের গাড়ির সাইড দেয়া নিয়ে গাড়ি চালক ও এক ট্রাক চালকের মধ্যে বাগবিতণ্ডা ঘটে। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে ভোর রাত থেকে পরিবহন শ্রমিকরা রাস্তা অবরোধ করে দেয়। রাস্তার দু’পাশে বিভিন্ন যানবাহন আটকে থাকায় চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।

ওসি আরো জানান, পরিবহণ শ্রমিকদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। আশা করছি কিছুক্ষণের মধ্যেই একটা সুরাহা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads