• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯

জাতীয়

মালদ্বীপের প্রেসিডেন্ট ঢাকায় 

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ মার্চ ২০২১

মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ ঢাকায় পৌঁছেছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে যোগ দেবেন।

আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের এক ফ্লাইটে মালদ্বীপের রাষ্ট্রপ্রধান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তার স্ত্রী ফাজনা আহমেদও এই সফরে তার সঙ্গে রয়েছেন।

বিমানবন্দরে তাদের স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং তার স্ত্রী রাশিদা খানম।

এ সময় মালদ্বীপের রাষ্ট্রপতির সম্মানে ২১ বার তোপধ্বনি দেয়া হয়। বিমানবন্দরে দুই দেশের রাষ্ট্রপতি কুশল বিনিময় করেন। করোনাভাইরাসের মহামারীর কারণে  দুই রাষ্ট্রপ্রধান করমর্দনও করেননি। ফুল দিয়ে বরণ করার রেওয়াজ থাকলেও তা করা হয়নি। 

বিমানবন্দর থেকে মালদ্বীপের রাষ্ট্রপতি সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এরপর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

মালদ্বীপের রাষ্ট্রপতি বুধবার বিকেলে জাতীয় প্যারেড স্কয়ারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তিনি সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আগামীকাল বৃহস্পতিবার  তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। আগামী শুক্রবার সকালে তিনি ঢাকা ত্যাগ করবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads