• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
রাজধানীতে ভুয়া শ্রম পরিদর্শক গ্রেপ্তার

প্রতীকী ছবি

জাতীয়

রাজধানীতে ভুয়া শ্রম পরিদর্শক গ্রেপ্তার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ মার্চ ২০২১

রাজধানীর গুলশান এলাকা থেকে মো. রাসেল হোসেন (৩৮) নামে এক ভুয়া শ্রম পরিদর্শককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার (২২ মার্চ) তাকে গুলশান-১ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেলের গ্রামের বাড়ি বোয়ালমারী, ফরিদপুর।

গুলশান থানায় দায়ের করা এজাহার অনুযায়ী, গুলশানস্থ সাউথ এভিনিউ লি: নামক প্রতিষ্ঠানে সহকারী শ্রম পরিদর্শক পরিচয় দিয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লাইসেন্স করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান এবং এ বাবদ প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ টাকা দাবি করেন রাসেল। বিষয়টি সাউথ এভিনিউ লি: এর কর্মকর্তাদের সন্দেহ হলে তারা ভুয়া সহকারী শ্রম পরিদর্শককে আটক করে।

পরে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মো. রাসেল হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads