• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
দেশে নারীদের গড় আয়ু ৭৫  পুরুষের ৭১

সংগৃহীত ছবি

জাতীয়

দেশে নারীদের গড় আয়ু ৭৫  পুরুষের ৭১

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৩ এপ্রিল ২০২১

বাংলাদেশের নারীদের গড় আয়ু ৭৫ বছর এবং পুরুষদের ৭১ বছর। জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইউএনএফপিএ’র বার্ষিক প্রকাশনা ‘স্টেট অব ওয়ার্ল্ড পপুলেশন ২০২১’-এ এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৬ কোটি ৭৩ লাখ, যা বার্ষিক ১ দশমিক ১ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। দেশের মোট জনসংখ্যার ৫ দশমিক ৩ শতাংশ মানুষের বয়স ৬৫ বছর বা তার বেশি। দেশের একজন বিবাহিত নারী ১৫ থেকে ৪৯ বছর বয়সে গড়ে দুটি সন্তানের জন্ম দেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, একজন নারীর নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ, তার জীবনের অন্যান্য ক্ষেত্রগুলোতে তার নিয়ন্ত্রণের ওপর নির্ভর করে। বিশ্বজুড়ে ‘নিজের দেহের ওপর নারীর অধিকারের’ বিষয়টি বরাবরই উপেক্ষা করা হয়েছে। এই প্রতিবেদনে বাংলাদেশের নারী শিক্ষা এবং অধিকার সম্পর্কিত পরিসংখ্যানও তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, স্কুলে যাওয়ার বয়স হয়েছে এমন ৯৫ শতাংশ শিশুই স্কুলে যায়। মাধ্যমিক স্কুলে সেই হার কমে ৬২ শতাংশে এসে দাঁড়ায়। এদের মধ্যে ৫৯ শতাংশ কিশোরীকেই ১৮ বছরের আগেই বিয়ে দিয়ে দেওয়া হয়। তাদের ২৯ শতাংশই স্বামীদের নির্যাতনের শিকার।

তবে এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশ সামগ্রিকভাবে লিঙ্গ সমতা নিশ্চিত করতে সক্ষম হয়নি। অনেক দেশেই সাংবিধানিক আইন থাকা সত্ত্বেও নারীরা পুরুষদের তুলনায় মাত্র ৭৫ শতাংশ আইনি অধিকার উপভোগ করতে পারেন।

প্রতিবেদনে আরো বলা হয়, সাম্যতা নিশ্চিত করা গেলে নারী ও মেয়েদের বিরুদ্ধে হিংস্রতা, বেতন-বৈষম্য, নেতৃত্বের ক্ষেত্রে অসমতা এবং শারীরিক স্বাধীনতার অভাব থাকবে না।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুসারে, দেশের নারীদের গড় আয়ু ৭৪.২ বছর এবং পুরুষদের ৭১.১ বছর।

বাংলাদেশের জনসংখ্যা ও স্বাস্থ্য জরিপের তথ্যানুযায়ী, বাংলাদেশের মোট উর্বরতার/প্রজনন হার (টিএফআর) ২ দশমিক ৩, যদিও ইউএনএফপিএ’র প্রতিবেদনে বলা হয়েছে টিএফআর হার ২।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads