• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
হেফাজতে ইসলামের কমিটি বিলুপ্ত ঘোষণা

ফাইল ছবি

জাতীয়

হেফাজতে ইসলামের কমিটি বিলুপ্ত ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ এপ্রিল ২০২১

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন সংগঠনটির আমীর জুনায়েদ বাবুনগরী। রোববার রাত এগারোটার দিকে প্রকাশ করা এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় মি. বাবুনগরী এই ঘোষণা দেন।

ওই ভিডিওবার্তায় তিনি বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন, ঈমানি-আকিদার সংগঠন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। হেফাজতে ইসলামের কিছু গুরুত্বপূর্ণ সদস্যের পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আগামীতে আহ্বায়ক কমিটির মাধ্যমে আবার হেফাজতের কার্যক্রম শুরু হবে বলেও ভিডিওবার্তায় জানান জুনায়েদ বাবুনগরী।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময়, গত ছাব্বিশে মার্চ থেকে তিন দিন ধরে ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামের হাটহাজারী ও ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সহিংস বিক্ষোভ হয়, যাতে অন্তত সতের জন মারা যায়। এই সহিংসতার ঘটনাগুলো নিয়ে প্রায় একশোটির বেশি মামলা হয়েছে, যাতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় পর্যায়ের নেতাসহ অনেক নেতা-কর্মীকে অভিযুক্ত করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার অভিযানের মুখে সংগঠনটির পক্ষ থেকে সরকারের সাথে একটি সমঝোতা চালানোর চেষ্টা হচ্ছিল। সংগঠনটির অনেক নেতাই এই সমঝোতার চেষ্টার কথা গত কয়েকদিন নানাভাবে তুলে ধরেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads