• রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪২৯

জাতীয়

সঠিকভাবে মাস্ক না পরলে আড়াই গুণ বেশি ঝুঁকি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ এপ্রিল ২০২১

যারা সঠিকভাবে মাস্ক ব্যবহার করেন না তাদের করোনা আক্রান্তের ঝুঁকি আড়াই গুণ বেশি বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

প্রতিষ্ঠানটি সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, আটলান্টা’র (ইউএস সিডিসি) সহযোগিতায় ও ফিল্ড ইপিডেমিওলজি ট্রেনিং (এফইটিপি,বি) প্রোগ্রামের প্রশিক্ষণার্থীদের পরিচালনায় করা এক গবেষণায় এমন তথ্য পেয়েছে।

আইইডিসিআর তাদের ওয়েবসাইটে এই গবেষণার ফল প্রকাশ করে।

আইইডিসিআর জানায়, দেশে বর্তমানে করোনা বৃদ্ধির কারণ নির্ণয়ের জন্য গত ১ থেকে ২০ এপ্রিল পর্যন্ত একটি গবেষণা পরিচালনা করা হয়। গবেষণায় দেশের ১৪৮ জন কভিড-১৯ পজিটিভ রোগী ও ২৪৫ জন সুস্থ (কভিড-১৯ নেগেটিভ) অংশগ্রহণকারীদের সাক্ষাৎকার নেয়া হয়। উপসর্গযুক্ত রোগীদের উপসর্গ আরম্ভের দিন থেকে এবং উপসর্গহীনদের নমুনা সংগ্রহ দিন থেকে পূর্বের ১৪ দিনের মধ্যে কভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য কারণগুলো পর্যালোচনা করা হয়।

ফল বিশ্লেষণ করে আইইডিসিআর জানায়, যারা বাসার বাইরে কখনো মাস্ক ব্যবহার করেন না তাদের মধ্যে আক্রান্তের হার শতভাগ এবং মাস্কের ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোভিড-১৯ সংক্রমণের আশঙ্কাও কমতে থাকে। কোভিড-১৯ এ আক্রান্তের আশঙ্কা শতভাগ হ্রাসের জন্য সঠিকভাবে মাস্ক ব্যবহারের পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যবিধি (যেমন বিনা প্রয়োজনে ভ্রমণ থেকে বিরত থাকা, জনসমাগম থেকে দূরে থাকা, অন্যদের থেকে শারীরিক দূরত্ব রেখে চলাচল করা ও নিয়মিত হাত পরিষ্কার করা ইত্যাদি) মেনে চলতে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads