• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
চীনা টিকার ডোজ শুরু ২৫ মে

ফাইল ছবি

জাতীয়

চীনা টিকার ডোজ শুরু ২৫ মে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ মে ২০২১

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আগামী ২৫ মে থেকে চীনের টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হবে।  এ ছাড়া টিকার জন্য আমরা বিভিন্ন দেশের সঙ্গে কথা বলেছি। অনেক জায়গায় অগ্রগতিও হয়েছে। সামনে হয়তো আমরা ভালো খবর দিতে পারব। তবে দুঃখজনক হলেও সত্যি, দ্বিতীয় ডোজ নিয়ে আমরাও চিন্তিত। গতকাল সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এসব জানান।

দ্বিতীয় ডোজ আর কতদিন দেওয়ার সক্ষমতা আছে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হয়তো ৭ থেকে ১০ দিন পর্যন্ত দেওয়া সম্ভব হবে। শিগগিরই টিকা আসবে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আনার চেষ্টা করব। চীন, রাশিয়া, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলেছি। প্রধানমন্ত্রী নিজেও চেষ্টা করেছেন। দুইটা পেলে দুইটা দিয়েই কাজ চালাব। বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে যাতে কোনো কাজ আটকে না যায় সেদিকে নজর রাখছি।

দেশে টিকা উৎপাদনের অনুমোদন দেওয়া অনেক বড় সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যে-কোনো টিকা উৎপাদন করতে হলে ওষুধ প্রশাসনের আবেদন লাগে। আমাদের সিদ্ধান্ত ক্রয়ও করব, প্রয়োজনে উৎপাদন করব। যাদের উৎপাদনের সক্ষমতা আছে তাদের এগিয়ে আসতে হবে। টিকা ক্রয় করার চেষ্টা থাকবে, তাহলে তাড়াতাড়ি হবে। টিকা উৎপাদন করতে দীর্ঘ সময় লাগে, পাঁচ-ছয় মাসে সম্ভব নয়।

এ ছাড়া করোনা সংক্রমণ কমাতে দূরপাল্লার যানবাহন আরো কিছু দিন বন্ধ রাখার সুপারিশ করা হবে বলেও তিনি জানান। বলেন, বর্তমানে আমাদের দূরপাল্লার বাস-ট্রেন-লঞ্চ বন্ধ আছে। আমরা মনে করি, এটা আরো কিছু দিন বন্ধ রাখা দরকার। জেলার ভেতরে চলাচলটা রেখেছি।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া ও স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads