• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

জাতীয়

দুদিন বন্ধের পর লঞ্চ চলাচলের অনুমতি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ মে ২০২১

দুদিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার (২৭ মে) থেকে দেশের অভ্যন্তরীণ রুটে দুই ইঞ্জিনের দূরপাল্লার লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে সরকার। তবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এক ইঞ্জিনের লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

মিজানুর রহমান বলেন, দুই ইঞ্জিনবিশিষ্ট দূরপাল্লার লঞ্চ সতর্কতার সঙ্গে চলাচলের অনুমতি দেয়া হয়েছে। তবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে এক ইঞ্জিনের লঞ্চ চলাচল।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ইয়াস’র জন্য গেল মঙ্গলবার দুপুর থেকে অভ্যন্তরীণ রুটে সব ধরনের নৌযান চালাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads