• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯

জাতীয়

বিরতির পর সংসদ অধিবেশন শুরু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৪ জুন ২০২১

আজ সোমবার (১৪ জুন) বেলা ১১টায় ৬ দিন বিরতির পর জাতীয় সংসদ অধিবেশন শুরু হয়েছে। এদিন বৈঠকে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা ছাড়াও আইন প্রণয়নসহ বেশকিছু কার্যক্রম রয়েছে।

এর আগে গেলো ৭ জুন সংসদের চলতি ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেট পাস হওয়ার পর বৈঠক মুলতবি করা হয়। আজকের বৈঠকের শুরুতেই প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন হয়।

এর আগে চলতি মাসের ২ তারিখ কঠোর স্বাস্থ্যবিধি মেনে জাতীয় সংসদের ১৩তম ও বাজেট অধিবেশন শুরু। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউ আঘাত করেছে, শনাক্ত হয়েছে ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন)।

করোনার এই উদ্বেগজনক পরিস্থিতি মাথায় রেখে অধিবেশন উপলক্ষে ৫৬টি প্রস্তুতি নিয়েছে সংসদ সচিবালয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads