• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯

জাতীয়

মালিবাগে দুই বাসের প্রতিযোগিতায় কলেজ ছাত্র নিহত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ জুন ২০২১

রাজধানীর মালিবাগে দুই বাসের মধ্যে আগে যাওয়ার প্রতিযোগিতায় জানালার কাঁচ ভেঙে এক বাসযাত্রীর মৃত্যু হয়েছে। নিহতের নাম হাসান রানা (২৫)। তিনি ঢাকার একটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে মালিবাগ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মেহেদী তুরাগ পরিবহনের একটি বাসে রামপুরায় বাসায় ফিরছিলেন। বাসটি মালিবাগে পৌঁছলে আকাশ পরিবহনের একটি বাসের সঙ্গে ওই বাসের রেষারেষি শুরু হয়। এক পর্যায়ে তুরাগ পরিবহনের বাসের জানালা ভেঙে সিটে বসা মেহেদীর মাথা ও গলায় আঘাত লাগে। এরপরও বাস দুটি রেষারেষি করছিল। এতে অতিরিক্ত রক্তক্ষরণে বাসের ভেতরই তার মৃত্যু হয়।

হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ গোলাম আজম জানান, দুটি বাসের রেষারেষির সময় এক দিক থেকে আকাশ পরিবহনের বাসটি তুরাগ পরিবহনের বাসে ধাক্কা দেয়। ওই সময় মেহেদী তুরাগ বাসের জানালার পাশেই বসে ছিলেন। এতে ভাঙা কাঁচে মাথা ও গলায় আঘাত পান মেহেদী হাসান।

তিনি জানান, ঘটনার পর বাস দুটিকে জব্দ করা হয়েছে। তবে দুই চালকই পালিয়ে গেছে। গাড়ির কাগজপত্র দেখে তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads