• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জৈষ্ঠ ১৪২৮
ক্রিকেটার জাভেদের স্বপ্ন

সংগৃহীত ছবি

জাতীয়

ক্রিকেটার জাভেদের স্বপ্ন

  • সালেহীন বাবু
  • প্রকাশিত ১৯ জুলাই ২০২১

নাম তার জাভেদ আহমেদ। জন্ম ১৯৯৮ সালে। বাড়ি তার সিলেট। ছোটবেলা থেকেই এক পায়ে সমস্যা। মা সোনারুন বেগম সন্তানের অপারেশনের জন্য নিজের পরিবারের কাছেই চক্ষুশূল হলেন। তারপরও নিজের ভাইবোনের কাছ থেকে টাকা নিয়ে সন্তানের চিকিৎসা করান। জাভেদের পা ছিল একেবারেই বাঁকা। অপারেশনের পর সে অবস্থার উন্নতি হয়। ছোটবেলা থেকেই জাভেদ খেলাধুলা পছন্দ করত। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেট খেলা কখনোই মিস করত না। স্বপ্ন বুনত, এই দেশে তার মতো সমস্যা যাদের আছে তারা যদি ক্রিকেট খেলতে পারত। তাদের যদি টিভিতে সবাই দেখত। এরপর হুইলচেয়ার ক্রিকেটের মহসীনের সাথে জাভেদের যোগাযোগ হয়।

২০১৯ সালে হুইলচেয়ার এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টটি নেপালে হয়েছিল। এই টুর্নামেন্টে বাংলাদেশ দল অংশগ্রহণ করে। সে বছর নতুন খেলোয়াড়দের নিয়ে একটি ক্যাম্প শুরু হয়। জাভেদ সেই ক্যাম্পে অংশগ্রহণ করে। ক্যাম্পটি হয়েছিল আশুলিয়ার ডেফোডিল বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পে জাভেদের খেলা দেখে এশিয়া কাপের জন্য নির্বাচন করে তাকে। এশিয়া কাপে বাংলাদেশ দল ৩টি ম্যাচ খেলে। এর মধ্যে নেপালের সাথে ম্যাচে জয়লাভ করে দলটি।

দেশে আসার পর জাভেদ চিন্তা করল ঢাকাতে এরকম খেলার আয়োজন হলেও তার নিজের জেলা সিলেটে এরকম কোনো প্রতিষ্ঠান নেই। যদি এখানে এরকম একটি সংগঠন করা যায়! প্রথমবারের মতো সিলেটে তৈরি হলো ‘সুবর্ণ স্পোর্টস অ্যাসোসিয়েশন’। এখানে ৫০ জন সদস্য রয়েছে। জাভেদ প্রতিষ্ঠাতা সভাপতি এই সংগঠনের, যদিও সংগঠনটি করা আদৌ সহজ ছিল না। সুনামগঞ্জ থেকে ১০ জন, সিলেট জেলা থেকে ২৫ জন, মৌলভীবাজার থেকে কয়েকজনকে জাভেদ মেসেঞ্জারে যুক্ত করেন। এভাবে এখন সদস্য সংখ্যা ৫০ জন। করোনার কারণে সংগঠনটির পক্ষ থেকে এখনো কোনো টুর্নামেন্টের আয়োজন করা হয়নি। ২০২০ সালে ঢাকায় এমপুটি ফুটবল টুর্নামেন্ট হয়। ‘সুবর্ণ স্পোর্টস অ্যাসোসিয়েশন’ থেকে ৫ জন খেলোয়াড় ওখানে অংশগ্রহণ করে। সেখানে তারা ভালো পারফর্মেন্স দেখায়। জাভেদের বাবার নাম জাহাঙ্গীর আলম। মায়ের নাম সোনারুন বেগম। তার বাবা সিএনজি চালায়। অনার্স তৃতীয় বর্ষে অর্থনীতি বিভাগে সিলেট সরকারি কলেজে পড়েন জাভেদ। ভবিষ্যতে স্বপ্ন নির্বাহী ম্যাজিস্ট্রেট হবেন। বর্তমানে জাভেদ বাংলাদেশ হুইলচেয়ার স্পোটর্স ফাউন্ডেশনের সিলেট বিভাগের দায়িত্বে রয়েছেন।

 

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads