• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
রামেকে করোনা ও উপসর্গে আরো ১৮ জনের মৃত্যু

সংগৃহীত ছবি

জাতীয়

রামেকে করোনা ও উপসর্গে আরো ১৮ জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ জুলাই ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে করোনায় ৬ জন ও উপসর্গ নিয়ে ১২ জন মারা গেছেন। আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

মৃতদের মধ্যে মধ্যে রাজশাহীর ৬, পাবনার ৭, নাটোরের ৩, কুষ্টিয়া ও মেহেরপুরের ১ জন করে রয়েছেন।

এ নিয়ে রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৫৮ তম দিনে মোট ৮৫৫ জনের মৃত্যু হলো।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ৫৫৮ জনের আর করোনা শনাক্ত হয়েছে ১২৭ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২.৭৫%।

এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দফায় দফায় ওয়ার্ড ও শয্যা সংখ্যা বাড়ানোর পরেও উপচে পড়ছে রোগীর সংখ্যা। এখানে করোনা ইউনিটে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ৫১৩টি এর মধ্যে রোগী ভর্তি রয়েছে ৪০৩ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫০ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads