• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯

জাতীয়

থানা হাজতে আসামির রহস্যজনক মৃত্যু

  • স্বপন রানা, উত্তরা প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ আগস্ট ২০২১

রাজধানীর উত্তরা পূর্ব থানা হেফাজতে থাকা এক আসামির রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত ব্যাক্তি নাম লিটন (৪৫) তার পিতার নাম সোলাইমান বাড়ি বগুড়া কাহালু উপজেলায় ।

গতকাল সোমবার (২ আগস্ট) দিবাগত রাতে থানাহাজতের ভিতর এ ঘটনা ঘটে।

বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তাপস চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ঘটনার বিবরণ দিয়ে বাংলাদেশের খবরের প্রতিবেদককে তিনি জানান, ৫৮০০ পিস ইয়াবাসহ বিডিয়ার মার্কেটের সামনে থেকে মোঃ লিটন (৪৫) নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানায় মামলা দায়ের করে ৩১ জুলাই আসামি বুঝিয়ে দিয়ে রায় র্যাব। পরের দিন তাকে কোর্টে প্রেরণ করে রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করলে তাকে থানা হাজতে নিয়ে আসা হয়। পরে এই আসামি সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে থানা হাজতের ভিতর কম্বলের ছেঁড়া অংশ দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, নিহত এই আসামির বিরুদ্ধে মাদক মামলা ছাড়াও একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads