• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯

জাতীয়

তুরাগে বানর আক্রমন চালাচ্ছে শিশু ও বয়বৃদ্ধদের উপর

  • প্রকাশিত ১২ আগস্ট ২০২১

স্বপন রানা

 

বানর তাণ্ডবে অতিষ্ঠ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫২ নং ওয়ার্ডের কয়েকটি গ্রামের বাসিন্দারা। গেল ১০ দিন ধরে বানরের তান্ডবে আহত হয়েছেন এলাকার শিশু থেকে শুরু করে একাধিক বয়স্করা।

বাউনিয়া এলাকায় বানরের আক্রমনে আহত দুই শিশুর বাবা আফজাল ও হাবুল জানান, শিশু বাচ্চারা হাতে কোন খাবার নিয়ে বের হলেই হুট করেই আক্রমণ চালাচ্ছে বানরগুলো। কামড়ে দিচ্ছে হাত ও পায়ের বিভিন্ন জায়গায়। 

স্থানীয়দের অভিযোগ বাউনিয়া কালিবাড়ি সংলগ্ন এলাকার বন থেকে আসছে এই ক্ষুধার্ত বানরের দল। পূর্বেও এই বানরগুলো দেখা গেলেও এবার এদের কাছে আক্রমনের শিকার এলাকাবাসী। শুধু বাড়িতে ঢুকে আক্রমন নয় গাছের ফলফলাদি নষ্ট করছে বানরগুলো।

তুরাগ থানা কৃষক লীগের সভাপতি ও স্থানীয় বাসিন্দা সাজেদুল ইসলাম প্রতিবেদককে বলেন রীতিমত বানরের আক্রমনে আতংক ছড়িয়েছে ৫২ নং ওয়ার্ডের বাউনিয়া বাজার, পাবনার টেক,আদর্শ পাড়া, মধ্য বাউনিয়া এলাকায়। সচারচর দেখা না মিললেও হুট করে নেমে আক্রমন চালিয়ে শিশুদের হাত থেকে খাবার কেড়ে নেয় বানরগুলো। এখন বানরের ভয়ে শিশুদের ঘর থেকে বের হতে দিচ্ছে না অভিভাবকরা।

এ বিষয়ে ৫২ নংওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ফরিদ আহমেদ প্রতিবেদককে জানালেন বানরের আক্রমনে এ পর্যন্ত ২০ জনের অধিক লোক আহত হয়েছে। বিষয়টি শুনেছি। বানর এর আগেও এই এলাকায় ঢুকেছে কিছু এবারের মতো শিশু বয়স্কদের উপর আক্রমণ করেনি কখনো। সমস্যাটি যেহেতু নতুন তৈরি হয়েছে তাই সিটি করপোরেশনের দায়িত্বশীলদের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads