• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯

জাতীয়

রামেকে করোনায় ৪ জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ আগস্ট ২০২১

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। 

এদের মধ্যে রাজশাহীর ২ জন, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে দুই জন করোনা পজেটিভ, দুই জন উপসর্গ নিয়ে মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল  শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩০ জন। এনিয়ে ৪১৮ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১৯২ জন।

এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ২৪৭ টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ১৯ দশমিক ০২ শতাংশ।

এদিকে, বুধবার রাজশাহী মেডিক্যালের করোনা ওয়ার্ডে ৬ জনের মৃত্যু হয়। এদের মধ্যে রাজশাহীর  একজন, নওগাঁর একজন,  নাটোরেরর দুইজন, চাঁপাইনবাবগঞ্জের দুই জন মারা গেছেন। মৃতদের মধ্যে ৪ জন করোনা পজেটিভ, একজন উপসর্গ নিয়ে এবং একজন নেগেটিভ হবার পর মারা যান।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে করোনার সংক্রমণ শুরু হলেও বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads