• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯

জাতীয়

'ফেরি চালানোর সময় স্ত্রীর সঙ্গেও কথা বলা যাবে না'

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০২ সেপ্টেম্বর ২০২১

ফেরি চালানোর সময় অত্যন্ত মনোযোগ দিয়ে চালাতে হবে। ফেরি চালানোর সময় স্ত্রীর সঙ্গেও কথা বলা যাবে না। তাহলে ফেরিতে কোন দুর্ঘটনা ঘটবেনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচলকারী ফেরী নাবিকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক সময়ে কয়েক দফায় পদ্মা সেতুতে ফেরির ধাক্কা লাগার ঘটনাকে গুরুত্ব দিয়ে তাজুল ইসলাম আরও বলেন, নাবিকরা যদি আরও দক্ষ হতো তাহলে এরকম ঘটনা ঘটতো না। তাই সব ফেরি নাবিক, সুকানি, মাস্টারকে নিয়ম -নীতি মেনে চলাতে হবে।

এসময় ফেরির নাবিক, ইঞ্জিন মাষ্টার, সুকানিসহ মোট ২৪ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেন।

পদ্মা সেতুতে বারবার ফেরির ধাক্কার ঘটনায় সারাদেশে সমালোচনার ঝড় উঠেছে। পাটুরিয়া ফেরিঘাটে অবস্থিত পদ্মা রিভারভিউ হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজম খান, বিআইডব্লিটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads