• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
উন্নত জাতের আখ সারা দেশে ছড়িয়ে দিতে হবে: কৃষিমন্ত্রী

প্রতিনিধির পাঠানো ছবি

জাতীয়

উন্নত জাতের আখ সারা দেশে ছড়িয়ে দিতে হবে: কৃষিমন্ত্রী

  • ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ সেপ্টেম্বর ২০২১

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই)উদ্ভাবিত উন্নত জাতের আখ চাষ করলে কৃষকরা লাভবান হতে পারবে বলে আশা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, বিএসআরআই উদ্ভাবিত উন্নত জাতের আখ চাষ করলে অবশ্যই কৃষকরা লাভবান হতে পারবে। উন্নত জাতের আখ চাষ করে সারা দেশে ছড়িয়ে দিতে হবে। চিনির চাহিদা দেশে দিন দিন বেড়েই চলছে। চিনির উৎপাদন বাড়াতে হলে উন্নত জাতের আখের কোনো বিকল্প নেই।

আজ শুক্রবার দুপুরে কৃষিমন্ত্রী তার সরকারী বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে টাঙ্গাইলের ধনবাড়ীতে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) আয়োজিত ‘সুগারক্রপ চাষের আধুনিক প্রযুক্তি’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, স্বল্প জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করতে হবে। আমাদের দেশে বর্তমানে উচ্চ ফলনশীল জাতের ধান আবাদ হচ্ছে। ভালো ফসল উৎপাদন করলে কৃষকরা বেশী-বেশী লাভবান হবেন। কৃষকরা লাভবান হলে অর্থনীতির উন্নয়ন হবে। এজন্য জমিতে প্রধান ফসলের সাথে সাথী ফসলের উৎপাদন বাড়তে হবে।

তিনি বলেন, কৃষকরা হলো ভালো অর্থর্নীতিবিদ। তারা দেশের জন্য কঠোর পরিশ্রম করেন। এর জন্যই আজ আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এখন আর কেউ না খেয়ে থাকে না। আজ  বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ হতে যাচ্ছে।

বিএনপি জামায়াতে সমালোচনা করে কৃষিমন্ত্রী বলেন, এদেশের মানুষ বিএনপি-জামায়াতকে আর গ্রহণ করবে না। তারা এদেশে নৈরাজকতা চালিয়েছে। বঙ্গবন্ধুর পুরো পরিবারকে হত্যা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ  অনেক এগিয়েছে। এ উন্নয়নের ধারা আমাদের ধরে রাখতে হবে।

বিএসআরআইর মহাপরিচালক ড. আমজাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএসআরআইর পরিচালক সমজিৎ কুমার পাল, জামালপুর উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা খন্দকার মহিউল আলম, টাঙ্গাইল কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক আহসানুল বাশার, ধনবাড়ী ধনবাড়ী উপজলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সামিউল হক, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, জেব উন নাহার লিনা বকল, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দেলুয়ার হোসেন প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads