• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

জাতীয়

সক্ষম দেশগুলোকে টিকা উৎপাদনের অনুমতি দেয়ার আহ্বান শেখ হাসিনার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ সেপ্টেম্বর ২০২১

স্বল্পোন্নত ও উন্নয়নশীল যেসব দেশের সক্ষমতা রয়েছে, সেসব দেশকে করোনার টিকা উৎপাদনের অনুমতি দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আর ২০২২ সালের আগস্টের মধ্যে বাংলাদেশের ৮০ শতাংশ মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানান তিনি।

হোয়াইট হাউস গ্লোবাল কোভিড-নাইনটিন সম্মেলনে যুক্ত হয়ে এসব কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কার্যকর বৈশ্বিক টিকা দানে করোনার ভ্যাকসিনকে বৈশ্বিক জনসম্পদ হিসেবে ঘোষণা করা প্রয়োজন। সার্বজনীন প্রবেশাধিকার নিশ্চিত করতে, স্বল্পন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে যেগুলোর যেসব দেশের টিকা উৎপাদনের সক্ষমতা আছে, তাদের করোনার টিকা উৎপাদনের অনুমতি দিতে হবে। ২০২২ সালের আগস্ট মাসের মধ্যে ৮০ শতাংশ মানুষকে টিকা না দেয়া পর্যন্ত, আমরা প্রতি মাসে ২০ মিলিয়ন মানুষকে টিকা দানের পরিকল্পনা করছি।'

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads