• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯
কমিউটার ট্রেনে ডাকাতি, নিহত ২

সংগৃহীত ছবি

জাতীয়

কমিউটার ট্রেনে ডাকাতি, নিহত ২

  • ময়মনসিংহ ব্যুরো
  • প্রকাশিত ২৪ সেপ্টেম্বর ২০২১

ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেনের ছাদে ডাকাতদের ছুরিকাঘাতে দুই জন নিহত হয়েছে। আহত হয়েছেন এক যাত্রী।

নিহত দুই যাত্রীর মধ্যে একজন জামালপুর শহরের ইকবালপুর এলাকার বাসিন্দা ওয়াহিদ আলীর ছেলে নাহিদ মিয়া (৪০), নিহত অপরজন অজ্ঞাত যুবক তার বয়স আনুমানিক (৪০)। এছাড়া গুরুতর আহত অবস্থায় জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রুবেল (২২) নামের এক যাত্রী।

রুবেল জেলার ইসলামপুর উপজেলার মাঝপাড়া গ্রামের হীরু মিয়ার ছেলে।

আলী আশরাফ নামের এক শিক্ষকসহ এই ট্রেনে করে গফরগাঁও থেকে ময়মনসিংহ গেছেন এমন কয়েকজন যাত্রী জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কমিউটার ট্রেনটি গফরগাঁও থেকে ছাড়ে। পরে  ধলা ও বালিপাড়া দুটি ষ্টেশনে গিয়ে থামে। সেই দুটি ষ্টেশন থেকেও  ট্রেনের ভিতরে ও ছাদের উপরে অনেক লোক উঠে। বালিপাড়া স্টেশন থেকে ছাড়াও কয়েক মিনিট পরেই ট্রেনের ছাদ থেকে কেমন যেন চিৎকারের আওয়াজ শুনা যায়।  আমরা ট্রেনের ভিতরে ছিলাম তাই ক্লিয়ার কিছু বুঝতে পারিনি।  মনে হয় বালিপাড়া ময়মনসিংহের কেওয়াটখালির মাঝামাঝি এলাকায় ডাকাতদল ডাকাতি ও  হত্যাকাণ্ড সংঘঠিত করে কেওয়াটখালি নেমে পড়েছে। 

গফরগাঁও রেলওয়ে ষ্টেশন জি আরপি পুলিশ ফাড়ির ইনচার্জ শাহাদাত হোসেন জানান, গফরগাঁও স্টেশন থেকে ট্রেন ছাড়ার সময় ছাদে কোন যাত্রী ছিল না। জি আরপি পুলিশের বাধার কারণে ট্রেনের ছাদে কেউ উঠতে পারেনি। ডাকাতির ঘটনা আমার রেঞ্জ এলাকায় ঘটেনি। এ ঘটনার তদন্ত চলছে। 

জামালপুর রেলওয়ে থানার ওসি সোহেল রানা আহত রুবেল মিয়ার বরাত দিয়ে এ প্রতিবেদককে জানান, ট্রেনটি গফরগাঁও রেলওয়েষ্টেশন থেকে ছাড়ার কিছু সময় পর ৪/৫ জনের ডাকাতদল ট্রেনের ছাদে থাকা যাত্রীদের সাথে থাকা টাকা পয়সা মোবাইল লুটে নেয়া শুরু করে।  

এসময় বাধা দেয়ার কারনে ডাকাতরা নাহিদ ও অপর একজনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে রুবেল মিয়াকেও ছুরিকাঘাতে মারাত্মক আহত করে। এতে ওই তিন যাত্রী গুরুতর আহত অবস্থায় ট্রেনের ছাদেই পড়ে থাকেন।

রাত ১০টার দিকে ট্রেনটি জামালপুর রেলস্টেশনে পৌঁছলে গুরুতর আহত তিন যাত্রীকে ছাদ থেকে নামিয়ে জামালপুর সদর হাসপাতালে নিয়ে যায় রেলওয়ে থানা পুলিশ। সেখানে  হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক  জাকিউল আলম খান  নাহিদ ও অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

মৃত দুই ব্যক্তির মরদেহ জামালপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রেলওয়ে থানার ওসি সোহেল রানা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads