• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

জাতীয়

সংবেদনশীলতা বিষয়ে মাদ্রাসাছাত্রদের নিয়ে কর্মশালা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৫ সেপ্টেম্বর ২০২১

রাজধানী ঢাকার বিভিন্ন আলিয়া মাদ্রাসাছাত্রদের নিয়ে সেন্সিটাইজেশন (সংবেদনশীলতা) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার ইউএনডিপির ডাইভার্সিটি ফর পিস প্রকল্পের আওতায় বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) এ কর্মশালার আয়োজন করে।

এ কর্মশালায় অংশ নেন ঢাকার বিভিন্ন আলিয়া মাদ্রাসার ৪৬ জন ছাত্র।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম, বিশেষ অতিথি ছিলেন বিসিসিপির উপপরিচালক মেহের আফরোজ, তানযীমুল উম্মাহ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো. আবদুল কুদ্দুস ও ঢাকার তেজগাঁওয়ের মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদ্রাসার প্রভাষক মুহাম্মদ মীর হুসাইন।

কর্মশালায় পারিবারিক ও সামাজিক সম্প্রীতি, ভিন্ন ধর্ম ও মতামতের প্রতি শ্রদ্ধাবোধ, সোশ্যাল মিডিয়ায় অসত্য খবর ইত্যাদি বিষয়ে ছাত্রদের করণীয় ও প্রতিকার সম্পর্কে আলোচনা করা হয়।

হাফেজ মাওলানা মো. আবদুল কুদ্দুস, মুহাম্মদ মীর হুসাইন ও বিসিসিপির কর্মকর্তারা কর্মশালায় সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads