• রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪২৯

জাতীয়

ইভ্যালির বিরুদ্ধে দুই মামলা করল রঙ বাংলাদেশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০১ অক্টোবর ২০২১

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে দুটি মামলা করেছে দেশীয় পোশাকের ব্র্যান্ড রঙ বাংলাদেশ। গিফট ভাউচার বিক্রি বাবদ ইভ্যালির চেক প্রত্যাখ্যান হওয়ায় অভিযোগে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলকে আসামি করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে গত ২৯ সেপ্টেম্বর (বুধবার) দুটি মামলা করে রঙ বাংলাদেশ কর্তৃপক্ষ।

রঙ বাংলাদেশ গতকাল ৩০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিষয়টি আনুষ্ঠিকভাবে জানিয়েছে। এতে বলা হয়েছে, সিএমএম আদালতে ১৮৮১ সালের দি নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্টের ১৩৮ ও ১৪০ ধারায় ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলকে আসামি করে দুইটি মামলা করে রঙ বাংলাদেশ। আদালত ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় জবানবন্দি গ্রহণ করে দুই আসামির বিরুদ্ধে সমন জারি করেন।

রঙ বাংলাদেশ জানায়, ইভ্যালি কর্তৃপক্ষ চেক দিয়ে রঙ বাংলাদেশ থেকে গিফট ভাউচার নিয়ে ক্রেতাদের কাছে বিক্রি করে। তবে রঙ বাংলাদেশের অর্থ পরিশোধ করেনি। এ বিষয়ে বারবার যোগাযোগ করলেও ইভ্যালি কর্তৃপক্ষ নানাভাবে কালক্ষেপণ করে। পরে ই-ভ্যালি থেকে পাওয়া চেকের অর্থ নগদায়নের জন্য ব্যাংক উপস্থাপন করলে জানা যায়, বন্ধ ব্যাংক হিসাবের একটি চেক দিয়েছে ইভ্যালি। বাকি দুটি চেক ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় প্রত্যাখ্যাত হয়।

দেশীয় এই ব্র্যান্ডটি বলছে, ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির চেক জালিয়াতির কারণে সাধারণ ক্রেতা ও রঙ বাংলাদেশ উভয়েই ভুক্তভোগী। কারণ ইভ্যালির চেকের বিপরীতে টাকা পায়নি রঙ বাংলাদেশ। অন্যদিকে গিফট ভাউচার ব্যবহার করে অনেক ক্রেতা কেনাকাটাও করতে পারছেন না। সুনামের স্বার্থে রঙ বাংলাদেশ ইভ্যালির থেকে পাওয়া টাকার অনেক বেশি অর্থের পোশাক গিফট ভাউচারের বিপরীতে দেওয়া হয়েছে। পরবর্তীতে বাধ্য হয়ে বাকি গিফট ভাউচার ব্যবহার করে কেনাকাটা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

রঙ বাংলাদেশের কর্ণধার সৌমিক দাশ জানান, ইভ্যালি তাদের বন্ধ ব্যাংক হিসাবের ৫৮ লাখ ২৮ হাজার টাকার চেক দেয়। এ ছাড়া প্রতিষ্ঠানটির ২৫ লাখ ৯৭ হাজার ও ৫ লাখ ৪৩ হাজার টাকার পৃথক দুটি চেক প্রত্যাখ্যাত হয়েছে। তার বাইরে গিফট ভাউচারের নিলেও ১০ লাখ টাকার কোনো চেকই দেয়নি।

তিনি আরো বলেন, কয়েকটি লেনদেন স্বাভাবিক ছিল। পরে নানা অজুহাতে অর্থ পরিশোধ করেনি ইভ্যালি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads