• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

জাতীয়

ঢাবি ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০২ অক্টোবর ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ শনিবার। আজ সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই পরীক্ষা (ঢাবি) ক্যাম্পাসসহ দেশের সাতটি বিভাগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, এবারের ‘খ’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ৪৭ হাজার ৬৩২ জন। এই ইউনিটে মোট আসনসংখ্যা দুই হাজার ৩৭৮টি। প্রতি আসনের বিপরীতে লড়ছেন ২০ জন পরীক্ষার্থী।

সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের অধীনে মোট পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব ইউনিটে মোট আবেদনকারী তিন লাখ ২৪ হাজার ৩৪০ জন। এ বছরে মোট আসনসংখ্যা সাত হাজার ১৪৮টি। সে হিসাবে আসনপ্রতি লড়ছেন ৪৫ দশমিক ৩৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

এ বছর সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষায়। এই ইউনিটে মোট আবেদনকারী সংখ্যা ১৫ হাজার ৪৯৬ জন। মোট আসনসংখ্যা ১৩৫টি। আর, প্রতি আসনে লড়বেন গড়ে ১১৪ দশমিক ৭৯ জন করে।

এদিকে, গতকাল শুক্রবার বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ১৮১৫টি আসনের বিপরীতে মোট আবেদনকারী ছিলেন এক লাখ ১৭ হাজার ৯৫৭ জন। এ ছাড়া ‘গ’ ইউনিটে মোট আবেদনকারী ২৭ হাজার ৩৭৪ জন, আসনসংখ্যা এক হাজার ২৫০টি, প্রতি আসনে লড়বেন গড়ে ২১ দশমিক ৯০ জন। ‘ঘ’ ইউনিটে মোট আবেদনকারী এক লাখ ১৫ হাজার ৮৮১ জন, আসনসংখ্যা এক হাজার ৫৭০টি, প্রতি আসনে লড়বেন গড়ে ৭৩ দশমিক ৮১ জন।

এবারের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ একসঙ্গে একই সময়ে অনুষ্ঠিত হবে।

আগামী ৯ অক্টোবর চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের লিখিত (অঙ্কন) পরীক্ষা, ২১ অক্টোবর বাণিজ্য অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের এবং ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads