• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

জাতীয়

শিশুর প্রতি সহিংসতা নিরসনে পিটিশন হস্তান্তর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৫ অক্টোবর ২০২১

আজ দুপুরে সংসদ ভবনে স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সভাপতির অফিসে, শিশুদের প্রতি সকল প্রকার সহিংসতা নিরসনের লক্ষ্যে শারীরিক ও মানসিক শাস্তির সাথে সংপৃক্ত বিষয়সমূহ বিদ্যমান শিশু আইন ২০১৩ এর সাথে অন্তভূর্ক্ত করনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব ও কর্তব্য নির্ধারনে শিশু বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও স্বরাষ্ট বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু (এমপি) বরাবর ৫০০০ সংহতি স্বাক্ষর সম্বলিত পিটিশন হস্তান্তর করা হয় যেন, তিনি বিষয়টি আগামী সংসদ অধিবেশনে উত্থাপন করতে পারেন।

উক্ত পিটিশন হস্তাস্তর অনুষ্ঠানে উপস্তিত ছিলেন ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক ও শিশু সুরক্ষায় আমরা (এস,এস,এ) এর পক্ষে এ,কে,এম মুশতাক আলী, অপারেশন চীফ মোঃ মুশফিবুর রহমান, প্রকল্প সম্বনয়কারী নাওশাদ মাহাবুব মির্জা, কেস ম্যাসেজার কাম কাউন্সেলর নুরজাহান আক্তার এবং চৌধুরী মোঃ হামিদ আল মাহাবুব,উপসচিব, সভাপতি মহোদয়ের একান্ত সচিব, স্বরাষ্ট মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয় সংসদ। 

প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads