• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪২৯

জাতীয়

তুরাগে বঙ্গবন্ধুর মুর‌্যাল ও সড়কের উদ্বোধন

  • তুরাগ (উত্তরা)প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ অক্টোবর ২০২১

তুরাগে উদ্বোধন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালসহ ও ডিএনসিসি ৫৪নং ওয়ার্ডবাসীর চলাচলের অন্যতম প্রধান রাস্তা কামারপাড়া কবরস্থান সড়ক। আজ বৃহস্পতিবার দুপুরে তুরাগের কামারপাড়া হাই স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধুর মুর‌্যাল উদ্বোধন করেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান। এর আগে কামারপাড়া কবরস্থান সড়ক উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম।

আজ দুপুরে কামারপাড়া হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠান শেষে স্থাপনা দুটি উদ্বোধন করেন অতিথিরা। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান বলেন, ‘বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন ২০৪১ নিয়েছেন। আমরা আশা করি ২০৩০ সালের পূর্বেই আমরা বঙ্গবন্ধুর আদর্শ সোনার বাংলা গড়ে তুলতে পারব।’

মেয়র আতিকুল ইসলামের প্রশংসা করে হাবিব হাসান, এমপি বলেন,  মেয়র মহোদয় অত্যন্ত সৎ, কর্মঠ, নির্ভীক একজন সেবক। তিনি জনগণের সেবা করার যে ব্রত নিয়েছেন, তা তিনি অক্ষরে অক্ষরে পালন করছেন। ইতিমধ্যে কোডিভ মহামারি ও ডেঙ্গু পরিস্থিতিতে মাননীয় মেয়রকে দেখেছি দিনরাত পরিশ্রম করে মানুষকে কিভাবে নিরাপদ রাখা যায় সে ব্যাপারে আজ অব্দি পর্যন্ত তিনি কাজ করছেন।’

অনুষ্ঠানটিতে বিশেষ অতিথির বক্তব্যে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আগামী মাসের ২০ নভেম্বর থেকে ১৮টি ওয়ার্ডে একটি একটি করে রাস্তার কাজ আমরা শুরু করতে যাচ্ছি।’ তিনি বলেন, ‘আমরা চার হাজার পঁচিশ কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছি। কিন্তু এই মুহুর্তে কোভিডের টিকার জন্য বাজেট সংকুলান হয়ে গিয়েছে। চার হাজার পঁচিশ কোটি টাকা থেকে আমরা পেয়েছি মাত্র ৯০ কোটি টাকা। যেহেতু এলাকার জনগণ কষ্ট পাচ্ছে, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় কোমর পানি হয়ে যাচ্ছে। তাই আমরা প্রত্যেকটি ওয়ার্ড থেকে একটি করে রাস্তা বেছে নিয়েছি (সংস্কারের জন্য)।’ 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম যুবরাজের সভাপতিত্বে আয়োজনটিতে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা শেষে সড়ক ও বঙ্গবন্ধুর মুর‌্যাল উদ্বোধন করেন অতিথিরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads