দুই সপ্তাহের যুক্তরাজ্য ও ফ্রান্স সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার সকাল সাড়ে সাতটার কিছু আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট।
শনিবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় ৪টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা এবং ফ্রান্সের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
৩১শে অক্টোবর জলবায়ু বিষয়ক সম্মেলন কনফারেন্স অব দ্য পার্টিজের (কপ) ২৬তম আসরে যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগোতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লাসগোতে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপ-২৬ জলবায়ু সম্মেলনের মূল পর্বে অংশগ্রহণের পাশাপাশি সাইডলাইনে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের সভায় অংশ নেন।
এর আগে, শনিবার ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক নাগরিক সংবর্ধনার প্রাধনমন্ত্রী বলেন, তারেক রহমান দেশের বাইরে বসেও ষড়যন্ত্র করছে। তবে সব চক্রান্ত মোকাবিলা করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ফান্সে আনুষ্ঠানিকতা শেষে ঢাকায় ফেরার আগে অনুষ্ঠানটিতে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের আমলে কারাগারে নির্বিচারে হত্যাকাণ্ড আর লুটপাট হয়েছে। সেনা শাসকরা ক্ষমতা দখলের পর নিজেদের বাহিনীরও উন্নয়ন করেনি, কেবল নিজেদের কথা ভেবেছে।
তিনি অভিযোগ করেন, আগুনসন্ত্রাস আর হত্যাযজ্ঞসহ বিএনপি কেবল ধ্বংসের রাজনীতি করেছে। একুশে আগষ্টের ঘটনায় দণ্ডাদেশপ্রাপ্ত আসামি তারেক রহমান বিদেশে বসেও ষড়যন্ত্র করছে। তবে উন্নয়নশীল বাংলাদেশকে এখন আর কেউ অবহেলার চোখে দেখতে পারবে না।