• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

জাতীয়

রমনা কালী মন্দিরে নবনির্মিত ভবন উদ্বোধন করলেন ভারতের রাষ্ট্রপতি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ ডিসেম্বর ২০২১

ঢাকার রমনা কালী মন্দিরের সংস্কার হওয়া অংশের একটি নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এ সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী সবিতা কোবিন্দ এবং মেয়ে স্বাতি কোবিন্দ।

আজ শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে ভবনটি উদ্বোধন শেষে প্রার্থানায় অংশ নেন তিনি।

রমনা কালী মন্দির কমিটির সভাপতি উৎপল সরকার গণমাধ্যমকে জানান, রামনাথ কোবিন্দ প্রথমে ভারত সরকারের অর্থায়নে সংস্কার হওয়া মন্দিরের অংশটি উদ্বোধন করেন। পরে পূজায় অংশ নেন।

১৯৭১ সালের ২৭ মার্চের গণহত্যার সময় রমনা মন্দিরটি ধ্বংস করে দিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। সেই অংশটি ভারত সরকারের সাত কোটি টাকা অনুদানে সংস্কার করা হয়েছে। ভক্তনিবাস ও মূল মন্দিরও পুনঃনির্মাণ করা হয়েছে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী, কন্যাকে নিয়ে রাষ্ট্রীয় সফরে বুধবার সকালে ঢাকায় পৌঁছেছেন রাষ্ট্রপতি কোবিন্দ।

তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে শুক্রবার দুপুরে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন ভারতীয় রাষ্ট্রপতি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads