• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯
জিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির পাঠানো ছবি

জাতীয়

জিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২১ ডিসেম্বর ২০২১

সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর জিয়াকে ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, মেজর জিয়া চতুর লোক। আমাদের কাছে তথ্য আছে, তিনি হয়তো অন্য দেশে গা ঢাকা দিয়ে আছেন।

আজ মঙ্গলবার মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদের সামনে মুক্তিযুদ্ধের ভাস্কর্য উদ্বোধন শেষে সাংবাদিককের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের কথা হলো অভিজিৎ মামলার সুষ্ঠু তদন্ত হয়েছে। আনসারউল্লাহ বাংলা টিমের একটি দল হত্যায় অংশ নিয়েছিল। তখন জঙ্গি উত্থান হয়েছিল দেশে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টায় তাদের সব কার্যক্রম ব্যর্থ হয়েছিল।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বেরিয়ে আসার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে। এ সময় তার স্ত্রী রাফিদা বন্যা আহমেদও গুরুতর আহত হন।

অভিজিৎ হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে এর আগে ‘মেজর জিয়া’ নামে পরিচিত সৈয়দ জিয়াউল হক এবং আকরাম হোসেনের নাম উঠে এসেছে বিভিন্ন অনুসন্ধানে।

চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি দেশের সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল চাকরিচ্যুত মেজর জিয়াসহ পাঁচজনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। অপর আসামি ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেয়া হয়। রায়ের সময় জিয়া ও আকরাম ছাড়া অন্য চার আসামি কারাগারেই ছিলেন।

অভিজিৎ হত্যা মামলার পলাতক আসামিদের ধরিয়ে দিলে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সোমবার এ ঘোষণা দেয় দেশটির পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্র সরকারের পুরস্কার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads