• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯

জাতীয়

জয়নাল হাজারীর প্রথম জানাজা অনুষ্ঠিত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ ডিসেম্বর ২০২১

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ফেনীর সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় জানাজায় অংশ নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় তার রাজনৈতিক জীবনের সহকর্মীরা তাকে নিয়ে স্মৃতিচারণ করেন।

জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় ফেনীতে। ফেনী পাইলট স্কুলে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এর পর শেষ ইচ্ছা অনুযায়ী তাকে দাফন করা হবে নিজ বাসভবন মুজিব উদ্যানে।

সোমবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক এমপি জয়নাল হাজারী।

১৯৮৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন জয়নাল হাজারী। ফেনী-২ আসন থেকে ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। সবশেষ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ছিলেন বর্ষিয়ান এই নেতা।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশ ছাড়তে বাধ্য হন জয়নাল হাজারী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads