• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
কোভিড: ১১ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ শনাক্ত

সংগৃহীত ছবি

জাতীয়

কোভিড: ১১ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ শনাক্ত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৯ ডিসেম্বর ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪৯৫ জনের শরীরে। এক দিনে শনাক্ত রোগীর এই সংখ্যা ১১ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ ১৩ অক্টোবর এর চেয়ে বেশি রোগীর সংক্রমণ ধরা পড়েছিল। সেদিন শনাক্ত হয়েছিল ৫১১ জন রোগী। এরপর থেকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা পাঁচশর নিচেই ছিল।

পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্ত রোগীর হারও আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

আজ বুধবার প্রায় ২১ হাজার নমুনা পরীক্ষা করায় শনাক্তের হার ছিল ২ দশমিক ৩৭।  এর আগে গত ১১ অক্টোবর শনাক্তের হার ছিল এর চেয়ে বেশি। সেদিন ২ দশমিক ৫৮ শতাংশের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল।

দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮৪ হাজার ৫১৮ জনের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৬৩ জনের।

গত ২৪ ঘণ্টায় ৮৫১টি ল্যাবে ২০ হাজার ৯১৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২ দশমিক ২৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি পুরুষ। তার বয়স ষাটোর্ধ্ব। তিনি ঢাকার বাসিন্দা।

গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৭২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৮ হাজার ৪১৬ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া রোগী ২২ জেলার। বাকি জেলাগুলোয় নতুন করে করোনা শনাক্ত হয়নি।

 

 

এক দিনে শনাক্তের এ সংখ্যা ১১ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।

এর আগে গত ১৩ অক্টোবর এর চেয়ে বেশি রোগী শনাক্তের সংবাদ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন শনাক্ত হয়েছিল ৫১১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে বুধবার বিকেলে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads