• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪২৯

জাতীয়

কুয়েট শিক্ষকের মৃত্যুর ঘটনায় ৪৪ শিক্ষার্থীকে শোকজ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩০ ডিসেম্বর ২০২১

‘মানসিক চাপে’ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় ৪৪ জন শিক্ষার্থীকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার করা এই শোকজ নোটিশের জবাব ৩ জানুয়ারির মধ্যে দিতে বলা হয়েছে।

কুয়েটের জনসংযোগ ও তথ্য শাখার মুখপাত্র রবিউল ইসলাম সোহাগ জানান, শিক্ষার্থীরা শোকজের জবাব দেওয়ার পর কুয়েটের ছাত্র শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

কুয়েট শিক্ষকের মৃত্যুর ঘটনায় গত মঙ্গলবার বিকেলে উপাচার্যের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেছিল পাঁচ সদস্যের তদন্ত কমিটি। প্রতিবেদনে ড. সেলিমের ওপর ছাত্রদের চাপ ছিল বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনে ওই ঘটনায় পর্যবেক্ষণসহ ৯টি সুপারিশ করা হয়।

কমিটি যেসব সুপারিশ করেছে সেখানে ছাত্র রাজনীতি একেবারে বন্ধ করার কথা বলা হয়নি। তবে কিছুদিনের জন্য ক্যাম্পাসে ছাত্রদের রাজনীতি স্থগিত করার সুপারিশ করা হয়েছে। তদন্ত কমিটি তদন্তের সময় ৬৫ জন শিক্ষার্থী, ৪০ জন শিক্ষকসহ প্রায় ১৪০ জনের সঙ্গে কথা বলেন। পাশাপাশি ড. সেলিম মারা যাওয়ার দিনের ঘটনা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেছে কমিটি।

কুয়েট শিক্ষকদের অভিযোগ, কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান তার মনোনীত ছাত্রকে লালন শাহ হলের ডাইনিং ম্যানেজার নিযুক্ত করার জন্য হলের প্রভোস্ট ড. সেলিমকে চাপ প্রয়োগ করে আসছিলেন। গত ৩০ নভেম্বর সেজান ৪০/৪২ জন নেতাকর্মীকে নিয়ে আবারও ড. সেলিমকে চাপ প্রয়োগ এবং তার সঙ্গে দুর্ব্যবহার করেন। এই চাপ সহ্য করতে না পেরে বাসায় গিয়ে হার্ট অ্যাটাকে ড. সেলিমের মৃত্যু হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads