• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯

জাতীয়

অবশেষে ভাঙল ইভ্যালির লকার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩১ জানুয়ারি ২০২২

ম্যাজিস্ট্রেটের উপস্থিতে আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির লকার ভাঙা হচ্ছে। প্রতিষ্ঠানটির ধানমন্ডির অফিসে সোমবার (৩১ জানুয়ারি) বেলা ৩টার দিকে এই লকার ভাঙার কাজ শুরু হয়।

ইভ্যালির চেয়ারম্যানের কাছে লকারের পাসওয়ার্ড চাইলেও সেটি দেয়া হয়নি। পরে প্রতিষ্ঠানটি পরিচালনায় উচ্চ আদালতের করে দেয়া অন্তর্বর্তীকালীন বোর্ড লকার ভাঙার সিদ্ধান্ত নেয়।

ঘটনাস্থলে উপস্থিত আছেন ইভ্যালি পরিচালনায় উচ্চ আদালতের করে দেয়া অন্তর্বর্তীকালীন বোর্ডের প্রধান আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

ইভ্যালির বিরুদ্ধে টাকা নিয়ে সময়মতো পণ্য সরবরাহ করতে না পারার অভিযোগ ছিল অনেক দিন ধরে। এসবের মধ্যেই গত বছরের ১৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেল ও তার স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনকে রাজধানীর মোহাম্মদপুরের ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

এরপর গুলশান থানায় করা অর্থ আত্মসাৎ মামলায় তাদের তিন দিনের রিমান্ডে পাঠায় আদালত। এই মামলায় রিমান্ড শেষে ধানমন্ডি থানায় করা অর্থ আত্মসাতের অপর এক মামলায় রাসেলকে ফের রিমান্ডে পাঠানো হয়। আসামি দুজনই বর্তমানে কারাগারে রয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads