• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
‘টাকা না পেয়ে আমার ছেলেকেও মেরেছে’

সংগৃহীত ছবি

জাতীয়

‘টাকা না পেয়ে আমার ছেলেকেও মেরেছে’

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ জানুয়ারি ২০২২

সিনহা হত্যা মামলার রায় ঘোষণার আগে অন্যতম আসামি ওসি প্রদীপের ফাঁসির দাবিতে আদালত চত্বরে আয়োজন করা হয় মানববন্ধন। এই মানববন্ধনে ওসি প্রদীপের ফাঁসি চেয়ে ছেলের ছবি হাতে দাঁড়িয়ে অঝোরে কাঁদেন হালিমা খাতুন। তার বাড়ি টেকনাফের ডেইলপাড়া এলাকায়।

হালিমা জানান, ২০১৯ সালে চায়ের দোকান থেকে তার ছেলে আব্দুল আজিজকে ধরে নিয়ে যান ওসি প্রদীপের লোকজন। ছয় দিন পর মেরিন ড্রাইভে আজিজের মরদেহ পাওয়া যায়। তিনি বলেন, আমার ছেলে রিকশা চালাত। সে কোনো অপরাধী ছিল না। তার নামে একটি মামলাও নেই।

তিনি বলেন, ওসি প্রদীপ দালালদের মাধ্যমে টাকা দাবি করেছিল। টাকা না দেওয়ায় আমার ছেলেকে হত্যা করেছে। মেরিন ড্রাইভ থেকে আমার ছেলের লাশ আনতে গেলে সেটাও দেয়নি। ওসি প্রদীপের পায়ে ধরে চেয়েছি। সে অনেক পাষাণ। আমি তার ফাঁসি চাই।

কক্সবাজার জেলা জজ আদালতের সামনে টেকনাফের সাধারণ জনতা ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ব্যানারে সকাল ১০টার দিকে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে অংশ নেন শতাধিক লোকজন। তারা ওসি প্রদীপের ফাঁসি চাই স্লোগান দিতে থাকেন। মানববন্ধনে অংশ নেওয়া মুরাদ চৌধুরী নামের একজন বলেন, এখানে যারা দাঁড়িয়েছে তারা প্রত্যেকে ওসি প্রদীপের নির্যাতনের শিকার। আমরা এই খুনির সর্বোচ্চ সাজা চাই।

রায় ঘোষণার জন্য সকাল থেকেই আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আসামিদের কয়েকজন আত্মীয়-স্বজনকেও সেখানে দেখা যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads