• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

জাতীয়

কারাগারে ‘আসল সোহাগ’, মুক্ত হলো ‘নকল সোহাগ’

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০১ ফেব্রুয়ারি ২০২২

কয়েকদিন আগে র‌্যাবের হাতে গ্রেপ্তার হত্যাসহ ২টি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসল আসামি সোহাগ ওরফে বড় সোহাগকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

আজ মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জেয়াসমিন আক্তারের আদালত এ আদেশ দেন।

এর আগে সকালে কাশিমপুর কারাগার থেকে নকল সোহাগ ওরফে হোসেনকে আদালতে আনা হয়। পরে র‌্যাবের হাতে গ্রেপ্তার আসল সোহাগকেও আনা হয় আদালতে। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল কাদের পাটোয়ারী আসল ও নকল সোহাগকে আদালতে উপস্থাপন করেন।

আদালত সোহাগ সেজে ৪ বছর কারাগারে থাকা হোসেনকে কদমতলী থানার টিটু হত্যা মামলা থেকে অব্যাহতি দেয়। এসময় মামলার যাবজ্জীবনপ্রাপ্ত প্রকৃত আসামি সোহাগকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। একই সাথে মিথ্যা তথ্য ও প্রতারণার দায়ে নকল সোহাগসহ তার আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করতে রাজধানীর কোতয়ালী থানা পুলিশকে আদেশ দেয় আদালত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads