• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯
প্রেমের টানে জার্মান তরুণী বরিশালে

প্রতিনিধির পাঠানো ছবি

জাতীয়

প্রেমের টানে জার্মান তরুণী বরিশালে

  • বরিশাল ব্যুরো
  • প্রকাশিত ০৬ মার্চ ২০২২

প্রেমের সম্পর্কে বিয়ে করার একবছর পর সুদূর জার্মানি থেকে বাংলাদেশের বরিশালে শ্বশুরবাড়িতে এসেছেন আলিসা থেওডোরা পিত্তা নামে এক তরুণী। এর আগে ইসলাম ধর্ম গ্রহণ করে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের রাকিব হোসেন শুভকে তিনি বিয়ে করেছেন। বিদেশি নাগরিক বধূ নিয়ে আসার খবর পেয়ে দলবেঁধে তাদের দেখতে আসেন গ্রামবাসী। পরে নববধূকে ফুল দিয়ে বরণ করেন শুভর স্বজনরা। নতুনভাবে বিয়ের উৎসবের আয়োজন করেছেন শুভর পরিবার। আগামী ৯ মার্চ হবে গায়ে হলুদ। ১০ মার্চ গ্রামবাসীর জন্য বউ ভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর আগে গত ৪ মার্চ বিকেলে নববধূকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন শুভ। গত শনিবার বিকেলে হেলিকপ্টারযোগে তারা বরিশালে এসে পৌঁছেছেন।

শুভ বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের ছেলে। রেলওয়ে ডিপ্লোমা পাস করে ২০১১ সালে তিনি জার্মানিতে পাড়ি জমান। সেখানে সিটি রেলওয়ে সার্ভিসের সুপারভাইজার হিসেবে কাজ নেন। একপর্যায়ে স্থানীয় বেইলি ফিল্ড ডায়ালন্ড্রোভ এলাকার বাসিন্দা আলিসা থেওডোরা পিত্তার সাথে শুভর পরিচয় হয়। আলিসা পেশায় একজন নার্স। তার বাবা ও মা সেখানের চাকরিজীবী।

শুভ বলেন, আলিসার সঙ্গে পরিচয়ের সূত্রধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত বছরের ৫ মার্চ আলিসা ইসলাম ধর্মগ্রহণ করে আলিসা বেগম হিসেবে আমার সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর এবারই প্রথম জার্মানি থেকে নববধূকে নিয়ে গ্রামের বাড়িতে এসেছি। আলিসার সঙ্গে তার বান্ধবী লেইসা এসেছে। আমরা বিয়ে করেছি বিদেশে। সেখানে আমাদের সমাজের রীতিনীতি ও উৎসব পালন করতে পারিনি। তাই নতুনভাবে বিয়ের উৎসবের আয়োজন করা হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads