• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯

জাতীয়

সিরাজগঞ্জের সলঙ্গায় হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ এপ্রিল ২০২২

সিরাজগঞ্জে হত্যা মামলার প্রধান আসামী মো.আকতার হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা।

আজ রবিবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এসত্য নিশ্চিত করেছেন র‌্যাব১২’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান।

গ্রেপ্তারকৃত আকতার হোসেন সলঙ্গা থানার চকমনোহরপুর গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২৩ এপ্রিল সলঙ্গা থানার চকমনোহরপুর মধ্যপাড়া জামে মসজিদের ইমামের বেতনের টাকা উঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে খোরশেদ আলম (৫৫) গুরুতর জখম হয়। পরে আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ও র‌্যাব-১২’র অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় শনিবার (২৩ এপ্রিল) র‌্যাব-১২’র একটি চৌকস অভিযানিক দল আধুনিক তথ্য প্রযুক্তি করে রায়গঞ্জ উপজেলা থেকে আকতার হোসেনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১ টি মোটর সাইকেল, ২ টি মোবাইল ফোন এবং ১,৬৫০ নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত ও আসামীকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads