• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

জাতীয়

৩৩ হাজার গৃহ ও ভূমিহীন পরিবার পাচ্ছে স্থায়ী ঠিকানা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৬ এপ্রিল ২০২২

ঈদ উপহার হিসেবে এবার প্রায় ৩৩ হাজার গৃহহীন, ভূমিহীন পরিবার পাচ্ছে স্থায়ী ঠিকানা। আজ অসহায় এসব মানুষের হাতে জমির মালিকানাসহ সেমিপাকা ঘরের চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একসময় যাদের জীবন কেটেছে ভাসমান, হঠাৎ করেই তারা যেনো পেলেন আকাশের চাঁদ।  ভূমিহীন থেকে রাতারাতি এসব মানুষগুলো হয়ে যাচ্ছেন জমিসহ বাড়ির মালিক।  ঈদের আগে এ যেনো আরেক ঈদ।

সরকারি খাস জমি প্রভাবশালিদের কাছ থেকে দখলমুক্ত করে সেখানেই দুই শতক জমিতে সেমিপাকা বাড়ি নির্মাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। স্থায়ি ঠিকানা করে দিয়েছেন অসহায়, দুঃস্থ ও ভূমিহীন মানুষকে।  এই যেমন উপকূলবর্তী জেলা বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের খেজুরতলা আশ্রয়ন প্রকল্প। তৃতীয় ধাপে মঙ্গলবার এখানকার ৫০ টি পরিবারের কাছে ঘরের চাবি তুলে দেবেন সরকারপ্রধান।

উপকূলবর্তী হওয়ায় সিডর, আইলাসহ বড় ধরনের ঘূর্ণিঝড় আর জলবায়ু পরিবর্তনের কারণে উদ্বাস্তু হয়েছেন এসব মানুষ।  তাই প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করতে পারে এমন করেই নির্মাণ করা হয়েছে বাড়িগুলো।

বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, 'আমরা ৩য় পর্যায়ে এই আশ্রম প্রকল্পের ৫০জন নতুন গৃহহীন, ভূমিহীন মানুষকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা জমিসহ গৃহ প্রদান করব।' 

প্রথম দুই দফায় এখন পর্যন্ত বাড়ি পেয়েছেন ১ লাখ ১৮ হাজার পরিবার। নির্মাণ কাজ মজবুত করতে তৃতীয় ধাপে ১ লাখ ৯০ হাজার থেকে বাড়িয়ে প্রতি ঘর নির্মাণে খরচ করা হচ্ছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads