• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)’র উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ ডিসেম্বর ২০২২

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)’র উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা প্রকৌশল (ইইডি) ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল আহসান এবং তার নেতৃত্বে একটি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে, শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসের কর্মসূচি শুরু হয় এবং পরবর্তীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী-২ মো আসাদুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী শিবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মুঃ আব্দুল্লাহ আল মামুন, উপ-সহকারী প্রকৌশলী নাচোল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মোঃ মেরাজুল হক, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আরাফাতুল ইসলাম সহ চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) ভবনে ২ দিন আগে থেকে প্রদীপ প্রজ্বলনের আয়োজন করা হয়। এছাড়াও সকাল ১০ টার সময় ইইডি ভবনের হল রুমে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনায় লালন ও শিক্ষা অবকাঠামো উন্নয়নে শীর্যক আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads