• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
ঘরে বজ্রপাতে ১১ মাসের শিশুর মৃত্যু, হাসপাতালে বাবা-মা

প্রতীকী ছবি

প্রাকৃতিক দুর্যোগ

ঘরে বজ্রপাতে ১১ মাসের শিশুর মৃত্যু, হাসপাতালে বাবা-মা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ অক্টোবর ২০২১

খাগড়াছড়ির মানিকছড়িতে বজ্রপাতে আল-আমিন নামে ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মৃত আল আমিনের বাবা মো. ইব্রাহিম (২৬) ও মা আঁখি আক্তার (২০)।

বুধবার রাত ১টার দিকে ছদুরখীল এলাকায় এ ঘটনা ঘটে। 

মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মহি উদ্দীন জানান, বজ্রপাতে আহত তিনজনকে ভোর রাতে হাসপাতালে আনা হলেও পৌঁছার আগেই আল-আমিন নামের শিশুটি মারা গেছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

মানিকছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাত ১টার দিকে ছদুরখীল এলাকার নির্জন পাহাড়ের একটি ঘরের ওপর বজ্রপাতে শিশুটি মারা যায়। আহত মা-বাবা চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads