• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
এই দিনে

ফ্রান্সের রাজা ষোড়শ লুই

ইন্টারনেট

মতামত

এই দিনে

  • প্রকাশিত ০৭ জুন ২০১৮

১০৯৯ : ক্রুসেডাররা জেরুজালেমে প্রবেশ করে।

১৬৫৪ : ষোড়শ লুই ফ্রান্সের রাজা হন।

১৮৪৮ : ফরাসি চিত্রকর পল গগাঁর জন্ম।

১৮৭৯ : লাতিন আমেরিকার তিন দেশ পেরু, চিলি ও বলিভিয়ার মধ্যে পাঁচ বছরের যুদ্ধ শুরু হয়।

১৯০৪ : সুইডেন থেকে নরওয়ে স্বাধীনতা লাভ করে।

১৯৫২ : সাহিত্যে নোবেলজয়ী তুর্কি লেখক ওরহান পামুকের জন্ম হয়।

১৯৭৩ : বাংলাদেশের পার্বত্যাঞ্চলে সন্তু লারমার নেতৃত্বে শান্তিবাহিনী গঠিত হয়।

১৯৮৮ : বাংলাদেশের সংসদে সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে পবিত্র ইসলাম ধর্মকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়।

ক্রুসেড

ক্রুসেডাররা মধ্যপ্রাচ্যে সামন্তবাদী রাজ্য স্থাপনে সমর্থ হয়েছিল। তাই ক্রুসেডগুলোকে ইউরোপীয় সমপ্রসারণবাদ ও উপনিবেশবাদের একটি আদি রূপ হিসেবে কল্পনা করা যেতে পারে। এর মাধ্যমে প্রথমবারের মতো ইউরোপীয় খ্রিস্টানরা দেশ থেকে বহুদূরে সামরিক অভিযানে বের হয় এবং বহু সংখ্যায় তাদের সংস্কৃতি ও ধর্ম বিদেশে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। ক্রুসেড শব্দটি দ্বারা মূলত ধর্মীয় যুদ্ধ বোঝানো হয়। তবে কোনো রাজনৈতিক বা ধর্মীয় উদ্দেশ্যের ব্যাপারে জনগণ শক্ত ধারণা পোষণ করলে তাকেও ক্রুসেড নাম দেওয়া হয়ে থাকে। সাধারণভাবে বিশ্ব ইতিহাসে ক্রুসেড বলতে পবিত্র ভূমি অর্থাৎ জেরুজালেম এবং কন্সটান্টিনোপলের অধিকার নেওয়ার জন্য ইউরোপের খ্রিস্টানদের সম্মিলিত শক্তি মুসলমানদের বিরুদ্ধে ১০৯৫-১২৯১ সাল পর্যন্ত বেশ কয়েকবার যে যুদ্ধ অভিযান পরিচালনা করে সেগুলোকে বোঝায়। ক্রুসেডের বিভিন্ন কারণ ছিল : জেরুজালেম দখল করা, খ্রিস্টানদের এলাকা আবার দখল করা, খ্রিস্টান এলাকা রক্ষা করা, রাজনৈতিক উদ্দেশ্য ইত্যাদি। এগুলো আজো ইউরোপে মধ্যযুগের সবচেয়ে বিখ্যাত ঘটনা হিসেবে দেখা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads