• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
এই দিনে

জর্জ স্টিফেনসন

ইন্টারনেট

মতামত

এই দিনে

  • প্রকাশিত ০৯ জুন ২০১৮

১৫৩৫ : স্পেন লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়ে দখল করে। 

১৭৮১ : রেল ইঞ্জিনের নকশাকার ইংরেজ উদ্ভাবক জর্জ স্টিফেনসনের জন্ম।

১৮১৫ : ভিয়েনা কংগ্রেসের সমাপ্তি ঘটে।

১৮৩৫ : শিক্ষাবিদ এবং বাংলা গদ্য পাঠ্যপুস্তক প্রবর্তক উইলিয়াম কেরির মৃত্যু।

১৮৭০ : ব্রিটিশ লেখক চার্লস ডিকেন্স পরলোকগমন করেন।

১৯৩৪ : প্রথম ডোনাল্ড ডাক কার্টুন প্রদর্শিত হয়। 

১৯৬৭ : ইসরাইলের সঙ্গে যুদ্ধে পরাজয়ের পর মিসরের প্রেসিডেন্ট কামাল আবদেল নাসেরের পদত্যাগ।

১৯৭৫ : ব্রিটেনে লোকসভার কার্যক্রম সর্বপ্রথম সম্প্রচার হয়।

 

ডোনাল্ড ডাক কার্টুন

‘ডোনাল্ড ডাক’ ওয়াল্ট ডিজনির সৃষ্ট একটি কার্টুন চরিত্র। ডোনাল্ড ডাক নামকরণের পেছনে রয়েছে এক ক্রিকেট ইতিহাস। ১৯৩২ সালে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম উত্তর আমেরিকা ভ্রমণে বের হয়। নিউইয়র্ক ওয়েস্ট ইন্ডিয়ানসের সঙ্গে এক খেলায় অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডোনাল্ড ব্র্যাডহ্যাম শূন্য করে প্যাভিলিয়নে ফেরত আসেন এবং পরে তাকে দল থেকে বরখাস্ত করা হয়। শূন্য করে আউট হওয়াকে ‘ডাকস এগ’ বা ‘ডাক’ বলা হয়, কারণ শূন্য (০) দেখতে হাঁসের ডিমের মতো। এই ডোনাল্ডের ডাক বা শূন্য করে দল থেকে বহিষ্কৃত হয়ে যাওয়া ছিল তখনকার পত্রিকাগুলোর আলোচনার বিষয়। ওই সময় ওয়াল্ট ডিজনি তার কার্টুন চরিত্র ‘মিকি মাউস’-এর জন্য একটি সঙ্গী তৈরির কথা ভাবছিলেন। সে সময় পত্রিকায় আলোচিত ডোনাল্ড ব্র্যাডহ্যামের ‘ডাক’ হওয়ার বিষয়টিকে নিয়ে ওয়াল্ট ডিজনি তার নতুন কার্টুন চরিত্রের নাম রাখেন ‘ডোনাল্ড ডাক’। সব থেকে মজার কথা, ‘ডোনাল্ড ডাক কার্টুন’ ফিনল্যান্ডে নিষিদ্ধ, কারণ ডোনাল্ড ডাক প্যান্ট পরে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads