• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
সংসদীয় কমিটিতে সাবেক আট মন্ত্রী

মন্ত্রিত্ব না পেলেও সংসদীয় কমিটির সভাপতির পদ পেয়েছেন সাবেক আট মন্ত্রী

সংগৃহীত ছবি

সংসদ

সংসদীয় কমিটিতে সাবেক আট মন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ ফেব্রুয়ারি ২০১৯

সদীয় কমিটিতে ঠাঁই পেলেন সাবেক আট মন্ত্রী। বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি হিসেবে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল বুধবার জাতীয় সংসদে এসব কমিটি গঠন করা হয়।  এ নিয়ে মোট ১৮টি সংসদীয় কমিটি গঠন করা হলো। এর আগে আরো ১০টি কমিটি গঠন করা হয়।

সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদকে বাণিজ্য মন্ত্রণালয়, সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীকে কৃষি মন্ত্রণালয়, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে খাদ্য মন্ত্রণালয়, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীকে অর্থ মন্ত্রণালয় ও সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে। এ ছাড়া সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খানকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে।

তাদের মধ্যে তোফায়েল আহমেদ ও আমির হোসেন আমুর আগেও সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পালনের রেকর্ড থাকলেও প্রথমবারের মতো সংসদীয় কমিটির সভাপতি হলেন বেগম মতিয়া চৌধুরী। সংসদীয় কমিটির সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব পেলেন সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম ও এএইচ মাহমুদ আলী। ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনও সংসদীয় কমিটির সভাপতি হিসেবে নতুম মুখ। শেখ ফজলুল করিম সেলিম নবম ও দশম সংসদেও একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি একই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads